![]() |
পাইকগাছায় শ্রীশ্রী বড় ঠাকুর পূজা উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতি তে ঘৌড় দৌড় |
পাইকগাছা অফিস::পাইকগাছায় চৈত্রের পড়ন্ত বিকেলে হাজারো নারী-পুরুষ উপভোগ করলেন বাঙালীর ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা। সার্বজনীন শ্রী শ্রী বড় ঠাকুর পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন রবিবার বিকেলে উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়ীয়া মিস্ত্রীর চকে বিভিন্ন অঞ্চলের ৯ টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
আয়োজক কমিটির সভাপতি কলেজ শিক্ষক তপন কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠেয় দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মালিকের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু।
শিক্ষক টিপল কান্তি বাছাড় ও বিভাষ চন্দ্র বাছাড়ের সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন, বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই বাবুল হোসেন, উদযাপন কমিটির সম্পাদক ব্রজেন্দ্র নাথ বাছাড়, বড় ঠাকুর পূজা মন্দিরের ভূমি দাতা বিরিঞ্চি রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, অবঃ স্কুল শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য আঃ মোমিন, বিকাশ চন্দ্র মন্ডল, কলেজ শিক্ষক বিকাশ মন্ডল, সঞ্জিব কুমার মিস্ত্রী, স্বপন কুমার মন্ডল, ঠাকুর দাশ সানা,শফিকুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, আনন্দ কুমার মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ উপলক্ষে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় যাত্রাপালা, রামযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
0 coment rios: