![]() |
এমপি-বাবু'র পক্ষে- পাইকগাছায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের হাতে রুটিন ও স্কেল তুলে দিলো ছাত্রলীগ নেতা-কর্মীরা |
মোঃ মাজাহারুল ইসলাম মিথুন ::পাইকগাছায় ৩০ এপ্রিল-২৩ তারিখে অনুষ্ঠেয় এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষার ১ম দিনে খুলনা-৬'র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু'র পক্ষে প্রত্যেক কেন্দ্রে মোট '৩২ শ' শিক্ষার্থীদের মাঝে স্কেল ও পরীক্ষা'র রুটিন বিতরণ করলো ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের শেখ জুলি, যুবলীগনেতা আকরামুল ইসলাম,দীপঙ্কর মন্ডল,গৌতম মন্ডল,আব্দুল হালিম খোকন, কৃষক লীগের শফি মোড়ল।স্কেল ও রুটিন বিতরণ করেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান পারভেজ রনির,সাব্বির হোসেন,রমজান সরদার,আজমল হোসেন বাবু,ইমরান মোল্লা,রাশেদুজ্জামান রাসেল,সাইফুল ইসলাম,অহিদুর জামান,মওদুদ আহম্মেদ,রসুল গাজী,বাঁধন মন্ডল,নাজমুল হোসেন,শারাফাত হোসেন নাবেদ,খাইরুল ইসলাম,ইমতিয়াজ আহমেদ রিমেল,রাফি রাজ আকাশ,যুবরাজ হোসেন তপু,রাফিউল ইসলাম রনি,আবু রায়হান,শাহারুজ্জামান আসিফ,হুসাইন আহম্মেদ,সৈকত,তানভীর হোসেন,সীমান্ত মন্ডল,সুমন মন্ডল,জাহাঙ্গীর হোসেন,আকাশ,রিজভী,আহাদ,ইমন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
0 coment rios: