![]() |
স্কুল পরিদর্শনকালে- ভবির্ষ্যতে বড় কিছু অর্জন ও ভালো মানুষ হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই- ইউএনও মমতাজ |
পাইকগাছা অফিস:পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কন্যা মমতাজ বেগম বলেছেন, ভবির্ষ্যতে বড় কিছু অর্জন ও ভালো মানুষ হতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। মঙ্গলবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। হাসি-আনন্দে খোলামেলা ভাবে জীবনের গল্প শুনিয়ে তিনি শিক্ষার্থীদের মন জয় করেন। ইউএনও মমতাজ বেগম স্কুল শিক্ষার্থীদের মা-বাবা, মুরব্বি ও শিক্ষকের আদেশ-নির্দেশ মেনে চলার কথা বলেন। তিনি শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি গুণীজনদের জীবনী, পত্র-পত্রিকা
চর্চা করে বাড়তি জ্ঞান অর্জনের পরামর্শ দেন। এমনকি ভবির্ষ্যতে ভালো বা আর্দশ্যবান মানুষ হয়ে ভালো কৃষক, শিক্ষক, ইউএনও, ডিসি, এসপি, সচিব বা রাজনীতিবিদ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের অনুরোধ করেন। স্কুল পরিদর্শনকালে ইউএনও মমতাজ বেগমকে বিদ্যালয় কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রধান শিক্ষক জাহানারা খাতুন, সহকারী শিক্ষক সুধারানী মন্ডল, ছায়া খাতুন, সালেহা রহমান, হাসনা হেনা, অচিন্ত্য কুমার ঢালী ও মোঃ আফজাল হোসেন সহ শিক্ষার্থী বৃন্দ।
0 coment rios: