![]() |
পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ রোধে গাজী ফিশ এ অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান। |
পাইকগাছা অফিস :বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ঠেকাতে পাইকগাছার বিভিন্ন মাছের ডিপুতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন ডিপু মালিককে "মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০২০" এই আইনের অধীন বিধিমালা মোতাবেক জরিমানা আদায়, মাছ জব্দ ও সাধারণের মাঝে সচেতনতা তৈরি করা হয়। সোমবার সাড়ে ১১টায় উপজেলার কপিলমুনি তালতলায় গাজী ফিশ এ বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় হাতেনাতে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান। এসময়ে গাজী ফিশ এর সত্ত্বাধিকারী জিএম মহাসিনকে ৫০ হাজার টাকা জরিমানা, পুশকৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ ও ৭/৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ জনসম্মুখে কেরোসিন তেল দিয়ে পোড়ায়ে বিনষ্ট করে গর্তে পুঁতে রাখা হয়। উপস্থিত ছিলেন, মেরিন মেরিন ফিশারিজ অফিসার চঞ্চল মন্ডল, পেশকার রবিউল ইসলাম।
0 coment rios: