![]() |
পাইকগাছায় ইয়াবা সহ আটক -১: পলাতক -২ |
পাইকগাছা অফিস |::পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ ইমন শেখ (২৪) কে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ইমন সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামে ইমাদুল শেখের ছেলে। সোমবার গভীর রাতে গোপন সংবাদে মাদক বিকি-কিনির হচ্ছে জানতে পেরে ওসির নির্দেশে এ এস আই নাসিউদ্দীন ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। সে এবং আরও ২ জন হরিঢালী বরফ মিলের সামনে বিকিকিনি করছিল। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই, সম্পূর্ণ নির্মূল করব এটা বলা যেমন ঠিক হবে না তেমনি এটুকু বলতে পারি আমার অধীন্তদের নিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার সব টুকুই করা হবে।
0 coment rios: