![]() |
পাইকগাছায় অসহায় কৃষকের ধান কেটে ঝেড়ে ঘরে তুলে দিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা |
পাইকগাছা অফিস :প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার পাইকগাছায় অসহায় কৃষকের ধান কেটে ঝেড়ে ঘরে তোলার মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া বীজ উৎপাদন খামার সংলগ্ন এক অসহায় কৃষকের জমির ধান কেটে তা ঝেড়ে ঘরে তোলা কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জামান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা জামিল খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা এসএম আয়ুব আলী, বিভূতি ভূষণ সানা, জেলা যুবলীগের জাকির হোসেন, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, যুবনেতা বিধান রায়, রাফেল বাবু, কবির আহমেদ মনা, আল-আমিন, ইসমাইল মৃধা ইমন, তানভীর রহমান আকাশ, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
0 coment rios: