পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম তরিকুল ইসলামের সদ্যপ্রয়াত মাতা জামেনা বেগমের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। তিনি শনিবার দুপুরে গড়ইখালীর ফকিরাবাদস্থ পারিবারিক কবরস্থানে মৃতের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন।
পরে তিনি মরহুমার বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ¦ আবু হায়দার আয়ুব গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, ইউপি সদস্য এস এম আয়ুব আলী, তসলিম হুসাইন তাজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, তরিকুল ইসলাম, আকরামুল ইসলাম, তৌহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র মন্ডল, আছাদুজ্জামান, সুব্রত রায়, টিএম হাসানুজ্জামান, অমরেশ গাইন, অনিমেষ মন্ডল, বিশ^জিৎ দফাদার, গৌতম রায়, আনারুল ইসলাম, আব্দুল করিম, বিলাস মন্ডল, চিরণজিৎ মন্ডল, ছদরুল আমিন, ইমতিয়াজ হোসেন, রিয়াজ মাহমুদ, জাহিদ হাসান, আবুল কালাম, মনিরুল ইসলাম, সুকৃতি সানা, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মওদুদ আহমেদ, সৈকত, যুবরাজ, আসাদুল গাইন ও নেয়ামত। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আরিফুল ইসলাম ও মুফতি আব্দুল মালেক। উল্লেখ্য, গত বুধবার মাগরিব বাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম তরিকুল ইসলামের মাতা জামেনা বেগম মৃত্যুবরণ করেন।
0 coment rios: