![]() |
মোঃআনোয়ার ইকবাল মন্টু। |
এসময়ে অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান ও শেখ ফারুক হোসেন, প্রধান শিক্ষক মোসাঃ রাশিদা খানম, সহকারী শিক্ষক এসএম ইদ্রীস আলী, তরুণ সাধু, মনিরা পারভীন, রেবা রানী বিশ্বাস, কড়ুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম শফিকুল ইসলাম ও ইউপি সদস্য কিংশুক রায় বক্তৃতা করেন। পরিদর্শকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বিদ্যালয়ের সকল কক্ষ ও বারান্দা, বঙ্গবন্ধু কর্ণার ও কাজী নজরুল ইসলাম কক্ষের আকর্ষণীয় বিউটিফিকেশনে আমি মুগ্ধ। নতুন প্রজন্ম কে আকৃষ্ট করবে। সন্তোষ প্রaকাশ করে তিনি আরও বলেন, ‘‘এই স্কুলে এসে আমার মনে হয়েছে স্কুল উন্নয়নে এখানে এমন কিছু উদ্ভাবনী কৌশল প্রয়োগ করা হয়েছে, যা অন্য স্কুলের শিক্ষকদের অনুপ্রাণিত করতে পারে।
স্কুলের উন্নয়নে শিক্ষকদের উদ্ভাবনী কৌশল আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় অন্যান্য শিক্ষকেরা এখান থেকে অনেক নতুন ধারণা নিয়ে যেতে পারবেন।’’ আজপাড়া গাঁয়ের মধ্যে এত সুন্দর একটি বিদ্যালয় হতে পারে যাহা অন্যান্য বিদ্যালয়ের মডেল। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এই ষ্টেশনে এসে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা স্কুল কে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন।ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল বলেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় স্কুলটি পরিদর্শনে আসাই আমরা ধন্য। স্কুলের উন্নয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। এই স্কুল এত সুন্দর ও পরিপাটি সম্ভব হয়েছে প্রধান শিক্ষক মোসাঃ রাশিদা খানম ম্যাডামের কারণে। তার ঐকান্তিক সদিচ্ছা ও সহ-শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা পাশে রয়েছেন বলে। এসময়ে বিদ্যালয়াঙ্গনে শহীদ মিনার ও সীমানা প্রাচীর নির্মাণের দাবী জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
0 coment rios: