![]() |
বঙ্গবন্ধু'র জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তি উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময়ে'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সমাজ সেবা কর্মকর্তা_সরদার আলী আহসান, অফিসার_ইনচার্জ মোঃ রফিকুল_ইসলাম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, গাজী_নূর মোহাম্মদ, মোঃ সফিয়ার রহমান, গেমটিচার কুসুম কলি, সহকারী যুব_উন্নয়ন কর্মকর্তা বাবলুর_রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার সঞ্জয়_সরকার, সহকারী শিক্ষক_আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
0 coment rios: