পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছার এক ঔষধ ব্যবসায়ী হারবাল ঔষধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হারবাল ঔষধ ব্যবসায়ী সহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, পাইকগাছা পৌর সদরের তফেল ঔষধালয় নামক হারবাল ঔষধ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাকীম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী (৩০) দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে মাদকের ব্যবসা করে আসছিলেন।
রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট তফেল ঔষধালয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ সহ রবিউল দপ্তরী ও পৌরসভার বারেক শেখের ছেলে রেজাউল ওরফে সাদেক শেখকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও সাদেক তারা দীর্ঘদিন ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। প্রায় ২ মাস তারা পুলিশের নজরদারীতে ছিল। রোববার তাদেরকে বিদেশী মদ সহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।
0 coment rios: