![]() |
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আঃ সবুর কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান |
পাইকগাছা অফিস::পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে প্রথম জানাযা লস্কর এবং কয়রা উপজেলার ভাগবায় মাগরিববাদ ২য় জানাযা অন্তে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সবুর সরদার (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার লস্করে প্রথম জানাযা পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন ও গার্ড অব অনার প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, আনোয়ার আলী গোলদার ও রহমত আলী, মরহুমের ভগ্নিবতী পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ গফুর, মুক্তিযোদ্ধা'র পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্ট্রোকজনিত কারণে সকাল ৮টা ১৪ মিনিটে লস্কর নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ১স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
0 coment rios: