পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::গড়ইখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের জন্য নির্মাণ করা হচ্ছে উন্নতমানের ল্যাট্রিন। ইউনিয়ন পরিষদের তত্ত¡াবধায়নে এডিবি’র অর্থায়নে উন্নতমানের ল্যাট্রিনটি নির্মাণ করা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন অবহেলিত ছিল উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়ন। সময়ের সাথে সাথে ইউনিয়নটির অবকাঠামোগত যেমন উন্নয়ন হচ্ছে তেমনি ইউনিয়নবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন পরিষদ।
ইউনিয়নটি সুন্দরবনের পাশে অবস্থিত হওয়ায় ২০ থেকে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইউনিয়নবাসীকে যেতে হয় উপজেলা সদরে। যার ফলে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌছে দিতে উন্নয়ন করা হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি। গড়ইখালী বাজারের সাথেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু উন্নত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা অসংখ্য মানুষ।
এসব মানুষের উন্নত স্যানিটেশন সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ থেকে স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে নির্মাণ করা হচ্ছে উন্নত ল্যাট্রিন। শনিবার সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, যুবলীগনেতা তৌহিদুজ্জামান স¤্রাট, মানবেন্দ্র মন্ডল ও আছাদুজ্জামান।
0 coment rios: