Sunday, 21 May 2023

খুলনা -৬ আসনের মনোনয়ন চাইলেন সাবেক এমপি পুত্র রাশেদুল

রাশেদুল ইসলাম খুলনা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাবা নুরুল হক খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা যান।
 খুলনা -৬ আসনের মনোনয়ন চাইলেন সাবেক এমপি পুত্র রাশেদুল

পাইকগাছা অফিস::আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন ওই সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শেখ নুরুল হক এর পুত্র আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল। গতকাল রোববার দুপুরে পৌর সদরস্থ নিজ বাসভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন প্রচারণায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। 

রাশেদুল ইসলাম খুলনা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাবা নুরুল হক খুলনা-৬ সংসদীয় আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা যান।  

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রাশেদুল ইসলাম জানান, এই আসন থেকে আমার বাবা দু-দুরার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই জনপদের দৃশ্যমান উন্নয়নের  অধিকাংশ তার সময়কার। এই তাকে বলা হতো উন্নয়নের রূপকার। তিনি বলেন, দেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাত সহ সকল অবকাঠামোয় অভূতপূর্ব উন্নয়ন করেছে। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে অনেকবার হত্যার চেষ্টা করেছে। আল্লাহই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির মাঝে শেখ হাসিনা সারাজীবন বেঁচে থাকবেন।আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। এঅঞ্চল ছিল জামায়াতের দুর্গ।

৭৫ পরবর্তী অত্র এলাকায় যখন আওয়ামী লীগের দুঃসময় ছিল তখন আমার পিতা মরহুম আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ব্যাপক সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আওয়ামীলীগের দূর্গ গড়ে তোলেন। এলাকার মানুষ আমার পিতাকে একাধিকবার সংসদ সদস্যের সম্মাননা দিয়েছে। এখানকার মানুষ আমার পিতাকে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার উপাধি দিয়েছেন। পিতার আদর্শকে ধারণ করে আল্লাহর উপর ভরসা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। 

আগামীতে সুযোগ পেলে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমার পিতার অসম্পন্ন কাজ শেষ করতে চাই। এ অঞ্চলের মানুষের সেবা করতে চাই। তিনি এ ধরণের কাজে মিডিয়া, দলীয় ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সদস্য বৃন্দ ও তার সফরসঙ্গীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: