![]() |
পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার গদাইপুর নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহণ করেন, কবি বিকাশেন্দু সরকার, পঞ্চানন সরকার, অসিম রায়, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দিকী, সমিরণ ঢালী, ঐশী আক্তার লিমা, হাসনা খাতুন_সুমাইয়া, ফারজানা_আক্তার ময়না, সঞ্জিত_রায়, গৌতম_ভদ্র প্রমুখ।
0 coment rios: