পাইকগাছা অফিস :পাইকগাছায় কারীমিয়া আরাবিয়া কওমী মাদরাসার অভিভাবক, সুধী সম্মেলন ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর সদরের সরল ৪নং ওয়ার্ডস্থ (বাসষ্ট্যান্ড সংলগ্ন) মাদরাসা মিলনায়তনে বাসষ্ট্যান্ড মসজিদ ও মাদরাসার সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন, মাদরাসার মুহতামিম মুফতি বেলাল হুসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক গাজী নূর মোহাম্মদ, মুফতি মাসুম বিল্লাহ, এসএম নাজমুল হক, আলহাজ্ব এসএম রজত আলী, মাওঃ নূর আহম্মাদ ও শেখ হোসেন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, কওমী মাদরাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র মাদরাসার শিক্ষার্থীরা সাফল্যজনক কৃতিত্ব অর্জন করে।
0 coment rios: