![]() |
পাইকগাছায় "ইনক্রিজিং অ্যাকসেস টু ইমপ্রভড ওয়শ সার্ভিসেস" অবহিতকরণ সভা অনুষ্ঠিত |
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার। শুভেচ্ছা বক্তৃতা করেন, এইচইভিইটিএ'র প্রতিনিধি রত্না গোমেজ। প্রকল্পটি উপস্থাপন করেন , প্রজেক্ট ম্যানেজার নূরেফা আরজু।
উপজেলা সমন্বয়কারী মোঃ আবু সায়েম হোসেন এর সঞ্চালনা করেন।এসময়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ,
ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও আঃ ছালাম কেরু, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, মোশারফ হোসেন, সাংবাদিক আঃ আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি সদস্য, সচিব, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: