![]() |
পাইকগাছা উপজেলার কাটাখালী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। |
পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলার কাটাখালী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওউপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রীর এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে মিষ্টির দোকান মালিক ইসমাইল হোসেন কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন, পেশকার সুমন ঘোষ, আনসার জহিরুল সহ সঙ্গীয় ফোর্স।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ প্রতিনিধিকে বলেন, অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল, অত্যান্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযানে শুধু জরিমানা ও সর্তক বার্তা করা হচ্ছে। পরবর্তীতে আইন অমান্য করা হলে কারাদন্ড সহ দোকান গুলো সিলগালা করে দেওয়া হবে। ভোক্তা সাধারণের কথা চিন্তা করে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরপর তিনি চাঁদখালীর বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র এবং চাঁদখালী ইউনিয়ন পরিষদ ও বাজারে মাছ ব্যবসায়ীদের নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মাছ বাজার পরিদর্শন করেন।
0 coment rios: