Wednesday, 3 May 2023

পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকেআর্থিক সহায়তা প্রদান


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় এবার আবাসনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই নারী পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ সুফিয়া বিবি ও খালেদা বেগমকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ দুই নারীকে সহায়তার চেক প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, যুবলীগনেতা আকরামুল ইসলাম ও সিএ কৃষ্ণপদ মন্ডল। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত ৯ টার দিকে গড়ইখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন গাংরখী আবাসনের বাসিন্দা সুফিয়া বিবি ও খালেদা বেগমের দুটি বসতঘর ও বসতঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: