Monday, 19 June 2023

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন -সভাপতি আসাদুল্লাহ‌ও সম্পাদক রফিকুল

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন
 পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নির্বাচন সম্পন্ন  -সভাপতি আসাদুল্লাহ‌ও সম্পাদক রফিকুল

পাইকগাছা অফিস :উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার এস-১২০৬৮ নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে এস এম আসাদুল্লাহ মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত।

 শনিবার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮২০ ভোটারের মধ্যে ৭১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, সহকারী শিক্ষক সমিতির নির্বাচনে ৬ টা পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতায় করেন তারমধ্যে এস এম আসাদুল্লাহ মিঠু (চেয়ার) ৪৫৯ পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আমিনুল রহমান (ছাতা) প্রআপ্ত ভোট ২৪৪।  সহ-সভাপতি পদে ৫টি পদের বিপরীতে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে ১ম জিএম আলমগীর কবির (দোয়াত কলম) ৪৮৯ , মোছাঃ জেসমিন নাহার (হাতপাখা) ৪৬৯, সুব্রত দত্ত চৌধুরী (আনারস) ৩৯৭, জোদ্দার আব্দুস সালাম (মাছ) ৩৬৪, এস আবু সাঈদ (চশমা) ৩৩০, মোঃ এনামুল হক (ম ই) ২৯০ এবং শেখ শাহিন উল্লাহ (দোয়েল) ১৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বই প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। অন্যরা মোঃ সিরাজুল ইসলাম (বল) ১১৭, সুপ্রিয় কুমার ঘোষ (কাঁঠাল) ১১৪, এস এম সিরাজুল ইসলাম (সেলাই মেশিন) ও মোঃ আঃ রাজ্জাক ( শাপলা) ৮৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রীতিশ কান্তি সরকার (কলম) ৩৪৫ ভোট, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী (দেয়ালঘড়ি) ৩৪০। অর্থ সম্পাদক পদে টেবিল প্রতীকের প্রার্থী ব্রজেন বিশ্বাস ৩৫৪ ভোটে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী মোহাম্মদ আঃ লতিফ (ফ্যান) ৩২২। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মিলন সরকার (মোবাইল) ৪০৫, প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ রবিউল ইসলাম (ল্যাপটাপ)২৮৮ ভোট। এর আগে বি

৮টি পদের বিপরীতে ১৪ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইন্সট্রাক্টর রিসোর্সসেন্টার মোঃ ঈমান উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: