![]() |
রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেলেন স্মার্টফোন |
পাইকগাছা অফিস :সারা দেশে রূপালী ব্যাংক লিঃ রেমিটেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক্যাম্পেইন চলচ্ছে। তারই ধারাবাহিকতায় পাইকগাছায় রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার উদ্যোগে রেমিটেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় গড়ইখালী হাট শাখার ব্যাংকের কার্যালয়ে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবু মুছা সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রধান মহা ব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, জোনাল ম্যানেজার খুলনা এর উপ- মহাব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দীন ও সহকারী মহা ব্যবস্থাপক সনৎ কুমার সাহা।
এসময় প্রভাষক মোঃ ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা সজল রায়, সিনিয়র অফিসার দেব্ব্রত কুমার মন্ডল, অফিসার সৌমেন সাহা, জেলা জাসদ সেক্রেটারী স ম রেজাউল করিম, গড়ইখালী বাজার সমিতির সেক্রেটারী খানজাহান আলী। এছাড়া অত্র শাখার বিভিন্ন গ্রাহক গণ উপস্থিত ছিলেন। সভা শেষে রূপালী ব্যাংক লিঃ রেমিটেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক্যাম্পেইন এর ১ম সপ্তাহের ৪র্থ পুরস্কার একটি স্মার্ট ফোন বিজয়ী গড়ইখালী হাট শাখার গ্রাহক তানিয়া ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
0 coment rios: