![]() |
পাইকগাছার চাঁদখালী বাজারে চুরি |
পাইকগাছা অফিস::পাইকগাছায় চাঁদখালী বাজারে একটি ফ্লাক্সিলোড সহ অন্যান্য দোকান চুরি হয়ে গেছে। সোমবার রাতে অজ্ঞাতনামা চোরেরা নগদ টাকা ও মোবাইল রিচার্জ কার্ড এবং সিগারেট সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
দোকান মালিক মতিয়ার গাজী (৪৪) জানান, প্রতিদিনের ন্যায় আমি সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে দোকানে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। পরবর্তীতে মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকানের চালের টিন খোলা। আমি সাথে সাথে চিৎকার করিলে বাজারের লোকজন এগিয়ে আসিলে আমি সহ সকলে মিলে আমার দোকানের ভিতরে যাই।
সেখানে দোকানে থাকা নগদ ২ লাক ৩৬ হাজার টাকা, ৩৫ হাজার টাকার মোবাইল কার্ড, ১৫ শ টাকার একটি বাটন ফোন, ১৪ হাজার টাকার সিগারেট সহ মোট প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক হুমায়ুন আহমেদ জানান, দোকান চুরির বিষয় ঘটনা স্থলে গিয়ে দেখেছি। তবে যেই চুরি করুক জড়িতদের খুব তাড়া তাড়ি গ্রেফতার করতে সক্ষম হবো।
0 coment rios: