![]() |
পাইকগাছা গরিব ও মেধাবী স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান |
পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে গরিব ও মেধাবী এক স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। পৌরসদরের শিববাটি ৯নং ওয়ার্ডস্থ শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রী রুপালী খাতুন প্রতিদিন স্কুলে যাতয়াতের সুবিধা জন্য উপজেলা পরিষদে একটি বাইসাইকেল এর জন্য আবেদন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও রুপালীর আবেদন টি মঞ্জুর করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গরিব মেধাবী স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মমতাজ বেগম। সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান।
0 coment rios: