![]() |
পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক গাজীর দাফন সম্পন্ন |
পাইকগাছা অফিস:পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক গাজী (৭২) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে । সোমবার জোহরবাদ চাঁদখালী ইউনিয়নের ধামরাইল মসজিদ সংলগ্ন ঈদগাঁহ ময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আঃ কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন, আঃ মান্নান মিস্ত্রী, আমিনুল ইসলাম, গাউসুল হক, আঃ আজিজ, আঃ খালেক, আঃ রাজ্জাক, মোঃ ফয়জুল বারী, মরহুমের পুত্র এস আই সাহাদ্দীন সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, তিনি বাধর্ক্যজনিত কারণে ৯ জুলাই রোববার দিবাগত রাতে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।
0 coment rios: