![]() |
পাইকগাছায় স্পোকেন ইংলিশ কোর্সের শুভ উদ্বোধন |
পাইকগাছা অফিস::পাইকগাছাতে প্রথমবারের চালু হলো Elevate Spoken English Course। শুক্রবার সকালে পাইকগাছা শাহরিয়ার প্লাজায় Elevet English Academy এর প্রতিষ্ঠাতা মোঃ শামিম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পাইকগাছা সরকারি কলেজ এর অধ্যক্ষ মিহির বরন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র শেখ আনিসুর রহমান মুক্ত, পাইকগাছা আলিম মাদরাসার অধ্যক্ষ আজহারুল ইসলাম, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক তারেক আহমেদ, উজ্জ্বল কুমার বিশ্বাস, কাউন্সিলর রবি শংকর। কেককেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
0 coment rios: