Thursday, 24 August 2023

পাইকগাছায় নারী ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

পাইকগাছায় নারী ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলার চাঁদখালী  ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এস্নেয়ারা বেগম এর বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এঘটনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১০ জন টিসিবি  উপকারভোগী  কার্ডধারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, গত ১৯ আগস্ট শনিবার উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরন করা হয়। ওইদিন টিসিবি পণ্য নিতে এসে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকা কার্ডধারীদের উপর প্রভাব খাটায়ে নিয়ম ভঙ্গ করে নিজস্ব লোকদের কাছে টিসিবি পণ্য বিতরণ করেন ইউপি সদস্য এস্নেয়ারা বেগম। ঐ সময় বিষয়টি নিয়ে ট্যাগ অফিসার ও ডিলার বিরক্ত বোধ করেন। তবে  ইউপি চেয়ারম্যান ও অন্যান্য কোন ইউপি সদস্য পরিষদে উপস্থিত ছিল না। 

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা আরো উল্লেখ করেন, এ বিষয়ে নারী ইউপি সদস্যের সাথে কথা বলতে গেলেই তিনি অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। পরবর্তীতে ঐ দিন দুপুরে বিষয়টি পূর্ব গজালিয়া গ্রামের পল্লী চিকিৎসক শাহীন আলমের দৃষ্টিগোচর হলে তিনি সুরাহের জন্য এগিয়ে গেলে নারী ইউপি সদস্য এস্নোয়ারা বেগম তার দিকে চেয়ার ছুড়ে মারে এবং তাকেও গালি-গালাজ করতঃ হুমকি দিয়ে বলে তার বিরুদ্ধে যে বা  যারা অভিযোগ করবে তাদের টিসিবি কার্ড কেটে দেওয়া হবে। তাই কোন উপায়ন্ত না পেয়ে এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগিরা। 

অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য (সংরক্ষিত) এস্নেয়ারা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিছে? দিছে!! তো ঠিক আছে সাক্ষাতে কথা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: