পাইকগাছা অফিস:পাইকগাছায় গত দু'দিনে মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানার ৭ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার ওসি তদন্ত তুষার কান্তি দাশ জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানারভুক্ত লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের দিলিপ মন্ডলের ছেলে আনন্দ মন্ডল (৩৫), সোলাদানা ইউনিয়নে ভিলেজ পাইকগাছা গ্রামের নগেন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), পৌর সদরের ৫ নং ওয়ার্ডের রকিবুল ইসলাম (৪৫) ও মতিয়ার সরদারের ছেলে রফিকুল সরদার (৩৮) কে
গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কপিলমুনি খেয়াঘাট এলাকা থেকে ১৩ টি ইয়াবা বড়ি সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের মাজেদ সরদারের ছেলে ফারুক সরদার (৪০), হাসান গাজীর ছেলে হাফিজুর রহমান (২০) ও অরবিন্দু দাশের ছেলে প্রশান্ত দাশ (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি ইয়াবা বড়ি উদ্ধার করে। অভিযান অব্যাহত থাকবে। থানায় আটক ব্যক্তিদের নামে এ সংক্রান্ত মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
0 coment rios: