পাইকগাছা অফিস::পাইকগাছায় চিংড়ি ঘের থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নাম বিশ্বজিৎ সানা (৩৮)। সে নিখোঁজ ছিল। বুধবার সকালে লোক মুখে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। নিহত যুবক উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানা (মনু) সানার ছেলে। সে ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।
স্থানীয়দের প্রাথমিক ধারনা মাছ চুরি সংক্রান্ত বা অন্য কোন কারণে হয়তো তাকে মেরে চিংড়ি ঘেরে ফেলে দেওয়া হতে পারে। পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট রাত ১১ টার পর বিশ্বজিৎ নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মেলেনি।
সর্বশেষ গতকাল সকালে বিশ্ব'জিৎ এর বাড়ী থেকে প্রায় আধা কিঃ মিঃ দুরে আমুরকাটার পঙ্কজ সরদারের ছোট্ট চিংড়ি ঘেরের মাঝ বরাবর তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এটা হত্যাকান্ড না অন্য কোন কিছুতে মৃত্যু হল তার রহস্য উদ্ধারের জন্য পুলিশী তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশের সুরোতহাল করে মর্গে পাঠানো হয়েছে। মাছ চুরি সংক্রান্ত হত্যাকান্ড না অসুস্থ্য জনিত মৃত্যু তা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি আগাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।
0 coment rios: