Friday, 25 August 2023

পাইকগাছায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার


পাইকগাছা অফিস::সদ্য প্রয়াত মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় পাইকগাছায় উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে  বহিষ্কার করা হয়েছে। জেলা ও উপজেলা ছাত্রলীগ পৃথক পৃথক জরুরি সভায় গত বুধবার ও বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে পাইকগাছা উপজেলা জেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্থায়ী বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পাশাপাশি তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি  ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃতরা হলেন, উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন রাফিন, গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম, গদাইপুর ইউনিয়নের তকিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সাকিব ঢালী। এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী এ প্রতিনিধিকে বলেন, ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্য জেলা নেতৃবৃন্দের নিকট সুপারিশ পাঠানো হয়েছে।

অপরদিকে, একই অপরাধে গত ২১ ও ২৩ আগস্ট '২০২৩ পাইকগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও শেখ মেহেদী হাসান কে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্থায়ী বহিষ্কারের বিষয়টি জানানো হয়। পাশাপাশি তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বরাবর সুপারিশ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: