![]() |
পাইকগাছায় নকল কীটনাশক পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা |
পাইকগাছা অফিস::পাইকগাছায় ভেজাল কৃষি উপকরণ দমন , ন্যায্য মূল্য বাস্তবায়ন সহ কৃষি ও কৃষকের স্বার্থে বিভিন্ন সার ডিলার দোকানে অভিযান পরিচালনা অব্যাহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মৌখালী বাজারের খুচরা সার ডিলার সাবিনা ট্রেডার্সে নকল কীটনাশক পণ্য বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম কে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন তাৎক্ষণিকভাবে ওই দোকানে অভিযান পরিচালনা করলে নকল কীটনাশক পণ্য আলটিমা প্লাজ (মিমপেক্স) বিক্রয়ের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের আওতায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্য জব্দ করা এবং সর্তকবার্তা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ আল-আমিন। এ সময় জব্দকৃত পণ্য বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহজাহান আলী, এসএপিপিও বিশ্বজিত দাশ, এসএএও দেবদাস রায়, শরিফুল ইসলাম ও তারিফুর রহমান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন।
0 coment rios: