Sunday, 17 September 2023

যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হলেন যুগ্ম স‌চিব ত‌রিকুল ইসলাম

যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হলেন যুগ্ম স‌চিব ত‌রিকুল ইসলাম
 যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হলেন যুগ্ম স‌চিব ত‌রিকুল ইসলাম

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসাবে পদায়িত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও  যুগ্ম সচিব আ.ন.ম. তরিকুল ইসলাম। গত ১৪ সেপ্টেম্বর /২৩ খ্রী: তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব  কর্মকর্তা  আ.ন.ম তরিকুল ইসলাম কে যুব ও ক্রীড়া পরিদপ্তরের  পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে। 

ঐ প্রজ্ঞাপনে আরো ৪ জন যুগ্ম সচিব কে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। ২২ তম বিসিএস প্রশাসন থেকে (সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত) যুগ্ম সচিব হিসেবে পদায়নের শুরুতেই  যুব ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক পদে পদায়িত হওয়ায়  যুগ্ম সচিব আ.ন.ম. তরিকুল ইসলাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ  কৃতজ্ঞতা জানিয়েছেন। খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের  গর্ব বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলামের একমাত্র পুত্র তরিকুল ইসলাম। ২২তম বিসিএস প্রশাসন  ক্যাডারে কর্মরত  আ.ন.ম. তরিকুল ইসলাম মুজিব আদর্শের এক বিশ্বস্ত সৈনিক, তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পদধারী  নেতা ছিলেন । 

ছাত্রজীবনে তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ডাবল স্ট্যান্ডধারী ছাত্র ছিলেন। অত:পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এ অনার্স মাস্টার্স সহ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। 

মেধাবী, সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব,  ঢাকা ওয়াসার সচিব, ভূমি রেকর্ড ও জরিপ  অধিদপ্তরে প্রেস অফিসার,  এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাতক্ষীরা জেলার  দেবহাটা, কলারোয়া ও বাগেরহাটের মোল্ল্যাহাট  উপজেলায় দায়িত্ব পালন করছেন। তাছাড়া বাগেরহাট জেলার আরডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মনিরামপুর, যশোর ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। তাছাড়া রাংগামাটি পার্বত্য জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা, রাংগামাটি পার্বত্য জেলার  আরডিসি ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচিত ঘটনা “জাল রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই জালিয়াতির মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যুকরণ” ----এটি উদঘাটন ও চিহ্নিত করে নগরবাসীর আস্থার প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন প্রধান রাজস্ব কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন  জনাব  তরিকুল ইসলাম। এটি উদঘাটন করা তাঁর মেধা, কর্মদক্ষতা, দেশপ্রেম ও সাহসী পদক্ষেপের এক অন্যতম নির্দশন মর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয়  মেয়র আতিকুল ইসলাম একটি ডিও পত্র দিয়েছেন এবং তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রমে অটোমেশন (অনলাইনে ট্যাক্স আদায়) চালু হয়েছে ৩ বছর আগে থেকে কিন্তু কেউ এই চক্রের উদঘাটন করতে পারেননি। আ ন ম তরিকুল ইসলাম একমাত্র কর্মকর্তা তিনি মাত্র ৮ মাস কর্মকালীন সময়ের মধ্যে এই দু:সাহসিক কাজটি জীবনের ঝুঁকি নিয়ে চিহ্নিত করে জাতির সামনে নিয়ে এসেছেন। আর শুধু উদঘাটন ও চিহ্নিত করে তার দায়িত্ব শেষ করেননি, প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনতে দুদকে মামলাও করেছেন সময়ের এই সাহসী কর্মকর্তা। একজন কর্মকর্তার দেশপ্রেম ও কাজের প্রতি আন্তরিকতা এবং সাহস কতটা বেশি থাকলে নিজ জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের চ্যালেঞ্জিং কাজ করা সম্ভব  !  

তাছাড়া তরিকুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে  কাজ করার সময় তার হাতে ভূমির ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়।  ভূমির ডিজিটালাইজেশন শুরুর নিমিত্তে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর  ও A2i এর সাথে  MoU স্বাক্ষরিত হওয়ার দিন থেকেই  একটানা প্রায় ৪ বছর নিরলস পরিশ্রম করে  আরএসকে  সিস্টেম প্রস্তুত ও   উদ্বোধন উপযোগী করেছিলেন। মূলতঃ  ভূমি ডিজিটালাইজেশন করতে যে জিনিস টা সর্বাগে দরকার RSK  সিস্টেম তৈরি করা -- সেটা তরিকুল ইসলাম এর হাতে তৈরি করা।  তাছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একেবারেই সুন্দরবনের আদলে মিনি সুন্দরবন খ্যাত " রূপসী দেবহাটা  ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি  " তার নিজ হাতে সৃষ্টি এবং  তার অনেক ত্যাগ ও কঠোর পরিশ্রমের ফসল -- মর্মে জানা যায় । তাছাড়া তিনি  নিজ উদ্যোগে  খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন চাঁদখালী ইউনিয়নে  তার নিজ গ্রাম  ধামরাইলে  ১টা জামে মসজিদ এবং দক্ষিণ অঞ্চলের  সর্ববৃহৎ  ১টা  খেলার মাঠ  তৈরি  করেছেন । তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: