Saturday, 9 September 2023

পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়
 পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

পাইকগাছা অফিস::পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। 

পরে প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যে কোনো সমস্যায় সুষ্ঠু সমাধানে আমি বিশ্বাসী। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির  প্রতিটি মুক্তি সংগ্রামে গণমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। 

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএনও আল-আমিন আরো বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের কলমের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি গুলো দেশের মানুষ জানতে পারে, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং শতভাগ   সরকারি সেবা নিশ্চিত করা  সম্ভব নয়। তিনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে উপজেলা প্রশাসনের নবাগত এ নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ  এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর_মন্টু, রবিউল_ইসলাম, নজরুল_ইসলাম, আলাউদ্দীন_রাজা, প্রমথ রঞ্জন_সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক_বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল_মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিউজ্জামান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: