পাইকগাছা অফিস ::পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, শিববাটী পূর্বপাড়া পূজা মন্দির ও সরল দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শিববাটিস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস মন্দিরে নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
পুনরায় সন্তোষ কুমার সরদার কে সভাপতি, হিরেন্দ্রনাথ সানাকে সম্পাদক ও দীপক কুমার সরদারকে কোষাধ্যক্ষ করে পাইকগাছা পৌরসভার রাসমেলা উদযাপনের কমিটি গঠন করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাসমেলা মন্দির প্রাঙ্গণে রাসমেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়।
এ সময় সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদের জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, পূজা পরিষদের জেলা সদস্য মৃত্যুঞ্জয় সরদার, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সম্পাদক জগদীশ রায়, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, প্রনব সরদার, অজিত মন্ডল, কোমল কান্তি মন্ডল, বিশ্বনাথ দাশ, প্রমথ সানা, সুভাষ মন্ডল, অনুকূল ব্যানাজী, করুণা মন্ডল, প্রশান্ত মন্ডল, সুজন সানা, মাদল মন্ডল, তরুণ কান্তি মন্ডল, উদয় মন্ডল, মৃনাল কান্তি সানা, বিরাজ মন্ডল, বিভূতি সানা, বিজন সানা, রঞ্জন মন্ডল, গোবিন্দ লাল সানা, পরিতোষ মন্ডল, তপন মন্ডল, কমলেশ মন্ডল, অপোষ ঘোষ, শ্যামল মন্ডল, নীল কোমল মন্ডল, সাগর দাশ, পবিত্র রায় সহ অনেকে।
0 coment rios: