![]() |
পাইকগাছায় ৪৫ তম জাতীয়_বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন |
মোঃ মাজাহারুল ইসলাম মিথুন,::বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের_আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন এর_সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল,উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ,উপজেলা_সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ দে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২০টি_বিভিন্ন ধরনের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন_করেন অতিথিবৃন্দ।
0 coment rios: