Wednesday, 28 August 2024

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা ও মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকার বিভিন্ন দাবি তুলে ধরেন  শিক্ষার্থীরা। 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

যেসব দাবি তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে নির্দিষ্ট বাস টার্মিনাল নির্মাণ, সড়কের উপর বাস না রাখা, সরকারি স্কুলের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বাণিজ্য বাদ দিতে আগ্রহী করা।  নির্দিষ্ট ভ্যান স্ট্যান্ড তৈরি করা,  হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি বন্ধ করা, সরকারি হাসপাতালের ঔষধগুলো সাধারণ মানুষ সবাই যাতে পায় সেটা নিশ্চিত করা,  পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।৪ ই আগস্ট, ২০২৪ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার করা। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি করা। প্রত্যেক দোকানের সামনে ডাস্টবিন রাখা। এলাকার ঐতিহ্যবাহী  শিবসা নদী খনন করা। চাষিরা যাতে স্বল্পমূল্যে বীজ পায় সেটা নিশ্চিত করা ও মধ্যসত্ত্বভোগী বিলুপ্ত করা। এছাড়া শিক্ষার্থীদের অন্যতম একটি দাবি ছিল গোপালগঞ্জ ভাঙ্গা হয়ে  কয়রা-পাইকগাছা-ঢাকা সরাসরি  বিআরটিসি বাস চালু করা। দাবিটি ইতোমধ্যে বাস্তবায়ন হওয়ায় উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

এসময় সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা এনাম ঋতু সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: