পাইকগাছা উপজেলা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রী কর্তৃক বাড়ির মালিকের বউকে বিয়ে করার একমাস পর, রাজমিস্ত্রীর বউকে বিয়ে করলো বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে।
জানা যায়, রাজমিস্ত্রীর কাজ করা কালে পরিচয় ঘটে বাড়ির মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। মাত্র ৮ দিনের পরিচয়, ৪ দিনের পরকিয়া ও ৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। প্রেমিক রাজ মিস্ত্রী মোস্তফা দফাদারের পিতা সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর ঘর জামাই হয়ে বসবাস করেন। আগষ্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়ীতে রাজমিস্ত্রীর কাজ করতে আসে মোস্তফা দফাদার। তারপরই কয়েকদিনের পরিচয়েই পরকীয়ায় জড়িয়ে পড়েন রাজমিস্ত্রী ও বাড়ির মালিকের স্ত্রী। আর পরকীয়ার জের ধরেই রাজ মিস্ত্রী মোস্তফা বাড়ির মালিকের স্ত্রীকে ১৫ আগষ্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করে। এরপর বিষয়টি জানাজানি হলে বাড়ির মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এবং এলাকাবাসী মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার বিষয়েও সিদ্ধান্তের কথা জানান রাজমিস্ত্রী মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে। এক পর্যায়ে পাকা ভুক্ত সিদ্ধান্ত শেষে উভয় পক্ষের সম্মতিতে ১৯ সেপ্টেম্বর বাড়ির মালিক বউ হারা স্বামী কামাল সরদারের সাথে বিয়ে হয় বউ ভাগিয়ে নিয়ে যাওয়া
মোস্তফার স্ত্রীর সাথে।
বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ মুখরোচক হয়েছে।
0 coment rios: