Wednesday, 23 October 2024

পাইকগাছায় জলমহল দখল চেষ্টা,ভাংচুর, অগ্নিসংযোগ

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছায় নাছিরপুর বদ্ধ জলমহলে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে  বিএনপির নেতা ডাবলুর ভাই সহ থানায় মামলা হয়েছে।মঙ্গলবার জলমহলের ইজারাদার উপজেলার কাশিমনগরের বাসিন্দা  এনামুল শেখের ভাই নাজমুল হোসেন বাদী হয়ে কাশিমনগরের মৃত তোফাজ্জেল মোড়লের ছেলে 

পাইকগাছায় জলমহল দখল চেষ্টা,ভাংচুর, অগ্নিসংযোগ

আজাদ মোড়ল সহ এজহার নামীয় ২৫ ও অজ্ঞাত ৩০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে,যার নং-৬,তাং-২২/১০/২৪ইং। এ মামলায় গত দু'দিনে কাউকে আটক করতে পারিনি। এদিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন হোসেন মল্লিক এর শারিরিক অবস্থা স্হিতিশীল রয়েছে।সুত্রে জানা গেছে,কপিলমুনি নাছিরপুর বদ্ধ জলমহল দখল নিয়ে প্রতিপক্ষ আজাদ মোড়ল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় ও ২১অক্টোবর ভোররাতে দু'দফায় জলমহল দখল চেষ্টা চালানো হয়।জলমহল ইজারাদারের ভাই শেখ নাজমুল হোসেন অভিযোগ করেন প্রতিপক্ষ আজাদ মোড়লের নেতৃত্বে ২০/৩০জন দুর্বৃত্ত লাঠিসোটা  ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দখল চেষ্টা চালায়। এ সময় বাসা বাড়ী ভাংচুর করে অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দেয়। এতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধংস হয়। হামলায় হোসেন ও আবু বক্কার মোড়ল আহত হয়।পরবর্তীতে 

গুরুতর আহত অবস্থায় হোসেন কে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শেখ নাজমুল হোসেন বাদী হয়ে আজাদ মোড়ল কে ১নং আসামী ও রায়হান গাজী,আবুল হোসেন,রাসেল গাজী,হারুন গাজী, নাজমুল গাজী,রাতুল গাজী ও মামুন গাজী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত পাইকগাছা থানা কে এফআইআর এর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম রেজা জানান,এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: