পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করনীয় সম্পর্কে এ মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।
তিনি বলেন,দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে পাহারাদার হিসেবে পালণ করবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনউপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড.সাইফউদ্দীন সুমন,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম আহবায়ক মোহর আলী,বিএম আকিজ উদ্দিন, আসাদুজ্জামান খোকন,আবু মুছা,গাজী মুজিবর রহমান, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন,আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুরব রহমান, রায়হান গাজী,আবু হোসেন আবদার,মুজাহিদুল ইসলাম শাওন,শাহিন মোড়ল,মনিরুল ইসলাম,নূর আলী গোলদার,রুবেল হোসেন, জি এম রহমত,জাহাঙ্গীর গাজী,রাশেদ বিশ্বাস,রফি সরদার সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 coment rios: