পাইকগাছা উপজেলা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় প্রসাশনের নিরব ভূমিকায় কপোতাক্ষ নদ থেকে ড্রেজার বসিয়ে ইটের ভাটার জন্য অবাধে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়ছে বোয়ালিয়া ব্রীজসহ বেশ কিছু বাড়ী ঘর।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাড়ুলী গ্রামের কপোতাক্ষ নদের তীরে দুটি ইটভাটা অবস্থিত। ২০১৭ সালে মিনারুল ইসলাম এসএমএম ও ২০১৯ ডালিম সরদার এসবি ব্রীকস নামে দুটি ভাটা গড়ে তোলে। যার জন্য যাআ্বীয় মাটি ও বালি এ নদ থেকে উঠানো হয়। যেকারণে এনদে ভাঙ্গন অব্যাহত থাকায় একটি জেলে পল্লী প্রায় সম্পুর্ন বিলীন হয়ে গেছে। প্রশাসনকে বারবার অবহিত করা হলেও অজ্ঞাত কারণে নিরব থেকে গেছে। চলতি ইট কাটা মৌসুমে আবারও ভাটা সংলগ্ন বোয়ালিয়া কপোতাক্ষ নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন শুরু হয়েছে। ভাটা দুটি বোয়ালিয়া ব্রীজ ও বসতি এলাকায় হওয়াতে তা হুমকির মুখে পড়েছে। ভাটার নিকটবর্তী দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,বনাঞ্চল,অসংখ্য বসতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দা প্রভাষক মোমিন উদ্দীন সরজমিনে গেলে এ অভিযোগ করেন।অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে মিনারুল ইসলাম বলেন, নিজের জমি থেকে মাটি উত্তোলন করছি।অন্য ভাটা মালিক ডালিম সরদার বলেন, ক্রয়কৃত সম্পত্তি থেকে বালু না মাটি উত্তোলন করছি। ইউএনও মাহেরা নাজনীন বলেন, বিয়ষটি ইতোমধ্যে অবগত হয়েছি। দ্রুত ব্যবস্থা নেয় হবে।
0 coment rios: