পাইকগাছায় মটর সাইকেলের সংঘর্ষে নিহত-২ ও আহত -১ জন
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় মসর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারাত্মক আহত হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু-জনের মৃত্যু হয়। অন্য জনের অবস্থাও সংকটাপন্ন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার গদাইপুর খেলার মাঠ সংলগ্ন পিচের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, কয়রা উপজেলার হরিনগর গ্রামের আব্দুস ছালাম গাজীর ছেলে মো: হুসাইন গাজী (২২), পাইকগাছা উপজেলার আগড়ঘটার আবুল শেখের ছেলে রুহুলআমিন ( ৩০), মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। জানা যায় হুসাইন কপিলমুনির দিক থেকে বাড়ীর উদ্দেশ্যে কয়রার দিকে আসছিল অপরদিকে রুহুল আমিনরা পাইকগাছা থেকে বাড়ীর উদ্দেশ্যে আগড়ঘটার দিকেমযাচ্ছিল। ঘটনা স্থালে পৌছালে একটি ইজ্ঞিন ভ্যানকে সাইড দিতে গে রুহুল আমিনের মটর সাইকল পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা মটর সইকেলটি তাদের গায়ের উপর উঠে।যাতে রুহুল আমিন ও ফিরোজ গুরুতর আহত হয়। এসময় তাদের দুজনের মাথা ও মুখমন্ডল ফেটে মারাত্মক রক্তাক্ত জখম। উপস্থিত লোকেরা তাদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করালেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।খুলনা নেয়ার পথে জাতপুর পর্যন্ত পৌছালে সন্ধ্যা ৬ টার দিকে রুহুল আমিন সাড়ে ৬:টার দিকে খর্ণিয়া নামক স্থানে পৌছালে ফিরোজের মৃত্যু হয় বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
0 coment rios: