Wednesday, 26 February 2025

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বেমাতা ভাই কতৃক অন্য ভাইয়ের বসতবাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করায় থানায়  অভিযোগ হয়েছে। দু-পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে মজিদ গাজীর সাথে প্রতিপক্ষ ভাই আবু হাসান গাজীর এ জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ কে কেন্দ্র করে আবু হাসান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মজিদ গাজীর বাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে তারা মজিদ ও তার পরিবারের লোকদের উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারপিট করতে উদ্যাত হয়। এ ঘটনায় মজিদ গাজী বাদী হয়ে  আবু হাসান গাজীসহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন।এব্যাপারে  আবু হাসান গাজী বলেন, যাতায়তের পথে বেড়া দেয়ায় তা অপসারণ করা হয়েছে। এ এস আই গৌতম মন্ডল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: