![]() |
পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি পরিবারের কর্ম সংস্থানের জন্য নগদ অর্থসহ জিনিস পত্র প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপি ও বন্ধুমহল পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কবিরকে একটি ইঞ্জিনভ্যান নগদ ১০ হাজার টাকা ও চায়ের দোকান্দার চৈতন্যকে চা,ভাজা জিনিস পত্র তৈরীর সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক উপস্থিত থেকে শুক্রবার বিকেলে এসব প্রদান করেন। পৌরসভা মাঠে এসব প্রদান কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম ইমদাদুল হক, সেলিম নেওয়াজ, ইউনুছ মোল্লা,ফয়সাল রাশেদ সনি, ইসরাফিল, কিশোর মন্ডল,জঞ্জেস্বর কার্তিক, হুমায়ুন কবীর,ইলিয়াস হোসেন। বন্ধু মহলের জাহাঙ্গীর আলম পলাশ, আইয়ুব আলী শাহরিয়ার কবীর দীপু,মিরাজুল ইসলাম ও মাসুদ রানা। উল্লেখ্য গত মঙ্গলবার পৌর সদরে চায়ের দোকানৃদার চৈতন্য ও ভ্যান চালক কবিবের ভাড়াবাড়ীর ৭ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
0 coment rios: