![]() |
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের জমিতে বাঁধ ও বাসাবেঁধে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, ভুক্তভোগিদের অভিযোগ থানায় জিডি করলেও প্রতিপক্ষরা কোন মতে থামছে।
এদিকে শনিবার দুপুরে প্রতিপক্ষরা নতুন করে বাসা বাঁধার চেষ্টা করলে পুলিশের এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে নির্মান কাজ বন্ধ করে করে আদালতের নির্দেশনা মানতে বলেছেন।
জানাগেছে, লস্করের ঢেমসাখালী মৌজায় বন্দোবস্তকৃত খাস জমি নিয়ে উত্তর খড়িয়ার নির্মল চন্দ্র গাইন ও আলমতলার মৃতঃ আব্দুল হাকিম সানার ছেলে মোফাজ্জল হক মন্টু গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নির্মল গাইন ইতোপুর্বে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিপক্ষ আঃ হাকিম সানা দিংদের বিরুদ্ধে দেওয়ানী-২৪/২৪ মামলা করেন।
বিজ্ঞ আদালত নালিশী জমিতে স্থিতিবস্থা জারী করে নিস্পত্তি না হওয়া পর্যন্ত বাদী ও বিবাদী'কে যার-যার অবস্থানে স্থীর থাকবেন এবং কোন পক্ষই কোন স্থাপনা নির্মান হতে বারিত থাকবেন।
একই সাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ'কে নির্দেশ প্রদান করেন।
নির্মল গাইনের অভিযোগ আদালতের নির্দেশনা অমান্য করে গত ৩ মার্চ ভোরে আঃ হাকিমের ছেলেরা বহিরাগত লোকজন নিয়ে আমার চিংড়ি ঘেরের জমিতে বাঁধ দিয়ে দখল চেষ্টা চালায়। বাঁধা দিলে ওরা ক্ষিপ্ত হয়ে গলাধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় নির্মল গাইনের ছেলে জগবন্ধু গাইন বাদী হয়ে হাকিম সানার দু'ছেলে মোফাজ্জল হক মন্টু ও ওমর আলী গংদের বিরুদ্ধে থানায় জিডি করেন,যার নং-১২৯।
তবে মন্টু সানা গংরা হুমকি-ধমকির কথা অস্বীকার করে তাদের জমিতে বাসা বাঁধার কথা স্বীকার করেন।
এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, কোন পক্ষ আদালতের নির্দেশনা উপেক্ষা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
0 coment rios: