মা ইলিশ রক্ষা কার্যক্রম শেষে ২৫ অক্টোবর রাত ১২টার পর থেকে আবারও নদীতে মাছ ধরবে জেলেরা। এ কারণে জেলে পাড়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
![]() |
কাল মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার |
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের ৬ টি অভয়াশ্রমে চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম। এর আওতায় ছিলো চাঁদপুরের প্রায় ৬০ কিলোমিটার নদী এলাকা। এ নিয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনে চাঁদপুরে মোট প্রায় সাড়ে তিনশ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকারের দায়ে দুই শতাধিক জেলেকে কারাদন্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
0 coment rios: