![]() |
এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সময় বাড়লো |
করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর সীমিত পরিসরে খুলেছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে করোনার প্রকোপ কমায় এসএসসি ও এইচএসসির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য সেই সময় আরও বাড়ানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
(২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
0 coment rios: