Saturday, 30 October 2021

পাইকগাছায় ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com
 পাইকগাছায় ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি



স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় ৩০ অ‌ক্টোবর ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকা‌লে পাইকগাছা থানা চত্ব‌রে অ‌ফিসার ইনচার্জ জিয়াউর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এ প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়। সভা সু‌ত্রে জানা গে‌ছে, অাগামীকাল শ‌নিবার দেশব‌্যাপী কর্মসু‌চির অংশ হিসা‌বে সকাল ১০টায় র‌্যালী শে‌ষে থানা চত্ব‌রে অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌বে। এ সভায় প্রধান অ‌তিথী হিসেবে উপ‌স্থিত থাক‌বেন সংসদ সদস‌্য অাক্তারুজ্জামান বাবু সহ স্হানীয় নেতৃবৃন্দ। প্রস্তু‌তি সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা পু‌লি‌শিং ক‌মি‌টির সভাপ‌তি মোঃ দাউদ শরীফ সহ উপ‌জেলা ও ইউ‌নিয়ন ক‌মি‌টির সভাপ‌তি , সম্পাদক‌দের ম‌ধ্যে নির্মল চন্দ্র মন্ডল, অারশাদ অালী বিশ্বাস, ইকবাল হো‌সেন খোকন, স্নে‌হেন্দু বিকাশ, এস এম শাহাবুদ্দীন শাহীন, সা‌য়েদ অালী মোড়ল কালাই, বিভু‌তি ভুষন সানা, র‌ফিকুল খান, গৌতম রায় , টি এম হাসানুজ্জামান, না‌হিদ হাসান বাবু সহ অ‌নে‌কে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: