((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১জন সাধারণ ও ২৭জন সংরক্ষিত সদস্য সহ মোট ১০৮ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা উপহার প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, নাহার আক্তার, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।
0 coment rios: