পাইকগাছায় মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত |
পাইকগাছায় শ্রীমা সারদা আশ্রমের যুব নারী সংগঠন নিবেদিতা সংঘের উদ্যোগে মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত হয়েছে।
প্রতিটি নারী মহামায়ার অংশ। জগজ্জননী শ্রীমা সারদা ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মা। সর্বভূতে ঈশ্বর দর্শন-এই হলো এই ভাবধারার মূল শিক্ষা। তাই "শিবজ্ঞানে জীবসেবা" বা ”নর রূপী নারায়ণের সেবা"র শিক্ষা হৃদয়ে লালন করে মানুষ হয়ে মানুষকে আঘাত নয় অনেক অনেক ভালোবাসা ও সেবার মানসে মানুষ দাঁড়ায় মানুষের পাশে।
স্বামী বিবেকানন্দের আহ্বানে এই মূল শিক্ষা নিয়ে মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছিলেন ভগিনী নিবেদিতা ।
গত ২৮ অক্টোবর,২০২১ বৃহস্পতিবার ভগিনী নিবেদিতার ১৫৫তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে মানব সেবার মহান ব্রত নিয়ে এগিয়ে এলো "শ্রীমা সারদা আশ্রম " আমিরপুর, পাইকগাছা, খুলনা, বাংলাদেশ-এর যুব নারী সংগঠন "নিবেদিতা সংঘ"
কার্যক্রম:
* স্বাস্থ্যসচেতনতামূলক প্রচারণা ও ন্যাপকিন বিতরণ । স্থান: চান্নির চক এল সি কলেজিয়েট স্কুল
* স্বাস্থ্যসচেতনতামূলক প্রচারণা ও ন্যাপকিন বিতরণ এবং নরনারায়ণ সেবা। স্থান: বাইনবাড়িয়া ঋষিপাড়া।
এই মহতী উদ্যোগে শ্রীমা সারদা আশ্রমের পূজনীয় অধ্যক্ষ ব্রহ্মচারিণী শ্রাবন্তী মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই আয়োজন সফল করার জন্য শ্রীমা সারদা আশ্রমের পক্ষ থেকে তিনি নিবেদিতা সংঘ এবং সহৃদয়ী দাতা ভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
0 coment rios: