পি সি মন্ডলঃ আসন্ন ইউপি নির্বাচন কে কেন্দ্র করে পাইকগাছায় ১নং হরিঢালী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ বেনজীর আহম্মেদ এর নির্বাচনী পথসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শেখ বেনজীর আহমেদ বাচ্চু। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামীলীগ সারাদেশের ন্যায় এবারও বঙ্গবন্ধুর প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, বাঙ্গালী জাতির প্রতীক, মেহনতি মানুষের প্রতীক ‘‘নৌকা’’ উপহার হিসেবে ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ বেনজীর আহমেদ বাচ্চু'র হাতে তুলে দিয়েছেন। তাই দলীয় অভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তিস্বার্থ, ক্ষোভ, ভেদাভেদ ভূলে তৃনমূল পর্যায়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে আওয়ামীলীগের সকল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, উন্নয়নের স্বার্থে আপনাদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।
পাশাপাশি হরিঢালী ইউনিয়নের সকল আওয়ামীলীগের কর্মী, সমর্থক, শুভাকাঙ্খী ও আমজনতাকে এলাকার উন্নয়নের গতি তরান্বিত করতে নৌকা মার্কার সাথে একাত্ব হয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
সোমবার বিকালে ১নং হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হরিদাসকাটী ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত নৌকা মার্কার নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। ১নং হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সদস্য ডাঃ বাসুদেব রায়ের সভাপত্বিতে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বি এমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আওয়ামীলীগনেতা জামিল খান, সমীরণ সাধু, রশিদুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ মিজানুর রহমান, বিজন বিহারী সরকার, নির্মল কান্তি মজুমদার, ইকবাল হোসেন খোকন, , যুগোল কিশোর দে, সাকিয়ার রহমান সাকি, জেলা যুবলীগ নেতা জাকির হোসেন, শেখ আব্দুর রব মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজীম মোস্তাফিজ বাচ্চু, এ্যাডঃ আবুল কালাম আজাদ, রাজীব গোলদার, মহিলা নেত্রী জয়ন্তী রানী সরকার, শিউলী সরোয়ার, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। তবে সর্বশেষ উক্ত নৌকা মার্কার নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয় ।
0 coment rios: