পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। তিনি সোমবার সকালে সৌজন্য এ সাক্ষাত করেন। এ সময় শেখ হারুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান আব্দুল মান্নান গাজী।
সৌজন্য সাক্ষাতকালে শেখ হারুনুর রশীদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সারাদেশের ন্যায় বর্তমান সরকারের সময়ে বৃহত্তর খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলা পরিষদ থেকে সোলাদানা ইউনিয়ন সহ পাইকগাছা উপজেলার সামগ্রীক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে শেখ হারুনুর রশীদ বলেন, সম্প্রতি একটি গোষ্ঠি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান শেখ হারুন।
0 coment rios: