নিউজ ডেস্ক :খুলনা পাইকগাছার সরল দীঘির পাড় আহলে হাদিস জামে মসজিদে এর সমপ্রসারিত বারান্দা ও অজুখানার কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ শে নভেম্বর) জুম্মা নামাজ বাদ সরল দীঘির পাড় আহলে হাদিস জামে মসজিদে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আঃ গফফার মড়োল এবং কমিটির সভাপতি আলহাজ্ব রহমত আলি গাজি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অজুথখানা কাজের উদ্বোধন উদ্বোধন করেন। এ-সময় উপস্থিত ছিলেন, উক্ত মসজিদ কমিটির কেশিয়ার আহাম্মেদ গোলদার, খতিব মাওলানা মোঃ আঃ মান্নান, ইমাম মোঃ আঃ সাত্তার, কেসমত গাজি, নাশির উদ্দিন গোলদার, আঃ গনি সরদার, আঃ মজিদ গোলদার, নামুল হোসেন লিটু, করিম জোয়ার্দার, গফুর সরদার, সামাদ গোলদার, খলিল শেখ, বজলুর রহমান, সাইফুল ইসলাম, আমজেদ গোলদার, সেলিম সরদার সহ মসজিদের সকল মুসুল্লি একরাম।
পাইকগাছায় আহলে হাদিস জামে মসজিদ এর বারান্দা ও অজুখানার কাজ উদ্বোধন
পাইকগাছায় আহলে হাদিস জামে মসজিদ এর বারান্দা ও অজুখানার কাজ উদ্বোধন
0 coment rios: